প্রতিষ্ঠান প্রধানের বানী

ঐতিহ্যের ধারা বাহিকতায়  সৃজনশীল কর্ম কান্ডের অংশ হিসাবে Website প্রকাশ একটি মহতী উদ্যোগ , সকল বিদ্যালয়ের এটি সেতুবন্ধন  হিসাবে  সহায়ক হবে । সেবা মুলক প্রতিষ্ঠানে সবার হৃদয়ে স্থান করে নিবে বলে আশা করি । এই সরকারি  উদ্যোগ আমাকে আনন্দিত করেছে । অনেক কাজ স্বল্প সময়ে করার কারণে কিছু অস্পস্টতা থেকে যেতে পারে।তবে যথাসময়ে এটি আমাদের সকলের জন্য হিতকর হবে বলে আমি মনেকরি । বিদ্যালয়ের Website এর সমৃদ্ধি ও সফলতা কামনায় এর অগ্রযাত্রা শুভ হবে বলে আমি বিশ্বাস করি ।  To make smart Bangladesh it is an initiative .

মোঃ ওমর ফারুক

প্রধান শিক্ষক

কাজীমুদ্দিন খন্দকার উচ্চ বিদ্যালয়

ডাকঘরঃ কালাকচুয়া ,উপজেলাঃ বুড়িচং  , জেলাঃ কুমিল্লা ।

মোবাইল নং ০১৭১১৩৯০০৯৩