প্রতিষ্ঠাতা পরিচিতি

জনাব আলহাজ্ব আব্দুল হক খন্দকার সাহেব বিশিষ্ট শিল্পপতি  ও শিক্ষানুরাগী  ১৯৬৪ ইং সালে অত্র এলাকাকে অন্ধকার থেকে আলোকিত করার লক্ষে   সাধারণ মানুষের মাঝে শিক্ষা প্রসারের জন্য তিনি এলাকাবাসীর সমর্থনে তাহার পিতার নামে কাজীমুদ্দিন খন্দকার উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন ।  বিদ্যালয়টি ঢাকা- চট্টগ্রাম  মহাসড়কের পার্শ্বে মনোরম পরিবেশে অবস্থিত । প্রতিষ্ঠালগ্ন থেকে অত্র বিদ্যালয়ের পাবলিক পরিক্ষার ফলফল সন্তোষজনক ।

অত্র বিদ্যালয়টি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নে অবস্থিত । বিদ্যালয়টি স্থাপিত হয়ার পর থেকে অত্র এলাকার বিশাল জনগোষ্ঠি শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের বিভিন্ন অংশে তথা সরকারের গুরুত্ত্বপূর্ণ পদে আসীন। । অত্র বিদ্যালয়টি ১৩ জন শিক্ষক /শিক্ষিকা  ও ৬জন কর্মচারি সমন্বয়ে পরিচালিত ।শিক্ষক /শিক্ষিকা মন্ডলী অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষে পৌছার জন্য আপ্রান চেষ্ঠা চালাইতেছে ।

জনাব আলহাজ্ব আব্দুল হক খন্দকার সাহেব প্রতিষ্ঠার মাধ্যমে বিদ্যালয়টি কে প্রতি বৎসরই আর্থিক  সহায়তা করে থাকেন । যার কারনে বিদ্যালয়টি উন্নতির চরম শিখরে পৌছিয়াছে ।অত্র বিদ্যালয়ে বর্তমানে ৩৩২ জন ছাত্র /ছাত্রী আছে ।

সংগ্রহেঃমোঃ আব্দুল আলীম

সহকারি প্রধান শিক্ষক